ঠাকুরের বাসন রোজ ব্যবহার করা হয় এবং ধোওয়া-মোছা হয় বলে তার জেল্লা কমে আসে

মূলত তামা, পিতলের বাসনেই এই সমস্যা বেশি হয়

আবার রোজ ঠিকমতো না ধোওয়া হলে বাসন কালচে দেখায়

আজ রইল দারুণ টিপস, এই উপায়ে বাসন মাজলে চকচক করবে নতুন

পুরনো মাটির প্রদীপ সব বাড়িতেই থাকে। এই প্রদীপ ভেঙে নিয়ে ভাল করে গুঁড়ো করতে হবে। এবার এর সঙ্গে এক চামচ নিন আর হাফ লেবুর রস মিশিয়ে নিন

প্রয়োজনে এই মিশ্রণে সামান্য ভিনিগারও মিশিয়ে নিতে পারেন

এভাবে বাসন মেজে নিলে চকচক করবে নতুনের মতই