রান্নাবান্নার পর গ্যাস ওভেন পরিষ্কার করা অনেকের কাছেই ঝক্কির কাজ
কারণ রান্নার তেল-মশলা ছিটে বাজে অবস্থা হয় ওভেনের
কিন্তু জানেন কি ঘরোয়া উপায়েই দূর হয় সব তেলচিটে ময়লা?
জানুন তার জন্য কী করতে হবে
লেবুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘষে নিন
কয়েক টুকরো পেঁয়াজ সেদ্ধ করে সেই জলটি গ্যাস ওভেনে ঢেলে স্ক্রাবার দিয়ে ঘষুন
নুন ও বেকিং সোডার মধ্যে জল মিশিয়ে গুলে নিন
এবার ওই মিশ্রণটি ওভেনের উপর ছিটিয়ে পরিষ্কার করে নিন
১-২ চামচ ভিনিগার ওভেনে ছড়িয়ে দিন। এবার শুকনো কাপড় দিয়ে ঘষে নিন