রুটি বা পরোটা সেঁকার জন্য অনেকেই লোহার তাওয়া ব্যবহার করেন
নিয়মিত ব্যবহারের ফলে তাওয়া কালো হয়ে যায়
সাবান দিয়ে ঘষলেও উঠতে চায় না
জেনে নিন ঘরোয়া টোটকায় কীভাবে দূর হবে কালো দাগ
একটা পাত্রে লেবুর রসের সঙ্গে সামান্য জল আর ভিনেগার মিশিয়ে নিন
এই মিশ্রণে লেবুর টুকরো ডুবিয়ে তাওয়ায় ভালো করে ঘষুন। দাগ উঠে গেলে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন
লোহার তাওয়া গরম করে তাতে নুন ছড়িয়ে দিন। নুন গরম হয়ে গেলে কেটে রাখা লেবু দিয়ে তাওয়া ঘষে নিন
বেকিং সোডাও পোড়া দাগ তোলার ভালো উপায়। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে একটু নুন এবং এক চা চামচ ভিনেগার মিশিয়ে নিন
এবার ওই মিশ্রণে বাসন মাজার খোসায় ডুবিয়ে তাওয়া ভালো করে ঘষে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন