রান্নাঘরের অতি প্রয়োজনীয় একটি জিনিস হল মিক্সার গ্রাইন্ডার
কিন্তু কাজের পর এটিকে পরিষ্কার করা অনেকের কাছেই বড় ঝক্কির কাজ
চিন্তা নেই। সহজে ঘরোয়া উপায়েই পরিষ্কার হবে মিক্সি
তার জন্য কী করতে হবে জানুন
পাতিলেবুর খোসা দিয়ে ঘষে পরিষ্কার করু
এতে শুধু দাগই নয়, গন্ধও চলে যাবে
এর আরও একটি উপায় হল ভিনিগার ও বেকিং সোডা
ভিনিগারের মধ্যে বেকিং সোডা মিশিয়ে ভাল করে ধুয়ে নিন
এছাড়া ভিনিগারের মধ্য়ে নুন মিশিয়েও পরিষ্কার করতে পারেন