সোনার গয়নার পাশাপাশি রুপোর গয়নার ঐতিহ্যও চিরন্তন
কিছু এমন মানুষ আছেন যাঁরা সোনার তুলনায় রুপোর গয়নাই বেশি পছন্দ করেন
কিছুক্ষেত্রে রুপোর গয়না দেখতেও কিন্তু বেশ লাগে
তবে রুপোর গয়না খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়
তাই রুপোর গয়না মাঝে মধ্যে ইষদুষ্ণ জলে সামান্য বেকিং সোডা গুলেও পরিষ্কার করে নিতে পারেন
টুথপেস্ট দিয়ে ঘষে নিলেও গয়না পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি
জলের মধ্যে সামান্য বেকিং সোডা, নুন আর ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিন। এবার তাই দিয়েই গয়না পরিষ্কার করে নিন