আমাদের দেশে সব বাড়িতেই তেল-মশলাদার খাবা খাওয়া হয়
বাঙালি রান্নার প্রাথমিক বৈশিষ্ট্যই হল ফোড়নের ব্যবহার
আর ফোড়ন, মশলা ব্যবহার করলে তেল চিটচিটে ভাব বাড়বেই
তাই রান্নাঘর রান্নার পর রোজ পরিষ্কার করতেই হবে
রান্নার পর রান্নাঘর পরিষ্কার করতে কষ্ট বেশি তবে গরম জলে ভিনিগার দিয়ে কাপড় চুবিয়ে সহজেই পরিষ্কার করে নিতে পারবেন
এছাড়াও গরম জলে লিক্যুইড সোপ দিয়েও কাপ ড় ডুবিয়ে পরিষ্কার করে নিতে পারেন
গরম জলে সাবান আর লেবুর রস মিশিয়ে নিলেও খুব ভাল পরিষ্কার হয় কিচেন টপ