কেনার কিছুদিন পরই ফোনের ট্রান্সপারেন্ট কভার হলদে হয়ে যায়।
কভার হলদে হয়ে গেলে তা পরিষ্কার করার কিছু টোটকা রয়েছে।
বাড়িতেই কীভাবে করবেন এই কাজ, জেনে নিন।
উষ্ণ জলে ডিশ ওয়াশার মিশিয়ে টুথব্রাশের সাহায্যে কভারটি পরিষ্কার করুন।
বেকিং সোডা ব্যবহার করতে পারেন, হলুদ ভাব দূর করতে সাহায্য করবে।
রাবিং অ্যালকোহলে মাইক্রোফাইবার ক্লথ ভিজিয়ে পরিষ্কার করতে পারেন।
প্রতি সপ্তাহে এই কাজ করলে কভার হবে দীর্ঘমেয়াদি ও টেকসই।