মেকআপ ব্রাশে নোংরা থাকলে এখান থেকে ত্বকের সমস্যা দেখা দেয়।

প্রতি সপ্তাহে মেকআপ ব্রাশ ব্যবহার করা উচিত।

বারবার মেকআপ ব্রাশ ধুলে নষ্ট হয়ে যেতে পারে। তাই জেনে রাখুন সহজ টোটকা।

গরম জলে শ্যাম্পু মিশিয়ে ব্রাশগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।

সমস্ত রং ও মশলা উঠে গেলে ঠান্ডা জলে ব্রাশগুলো ধুয়ে নিন।

মেকআপ স্পঞ্জ শ্যাম্পুর বদলে হাত ধোয়ার তরল সাবানে ডুবিয়ে রাখুন।

স্পঞ্জগুলো ধোয়ার পর অবশ্যই শুকনো কাপড়ে মুছে নেবেন। হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন।