আপনার Android ফোনে একাধিক স্পিকার একই সময়ে কানেক্ট করা সম্ভব।
তবে তা আপনার ফোনের ব্লুটুথ ভার্সন ও স্পিকারের উপরে নির্ভর করবে।
তার জন্য আপনাকে পাশের ধাপগুলি অনুসরণ করতে হবে।
শুরুতেই একটি ব্লুটুথ স্পিকার আপনার ফোনের সঙ্গে পেয়ার করুন।
পেয়ারিং শেষ হলে ব্লুটুথ সেটিংসে ডানদিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
তারপরে 'Advanced Settings' অপশনে ট্যাপ করুন।
এই অপশন দেখতে না পেলে 'Dual Audio' অপশন Enable করে দিন।
এই ফিচার দিয়ে একসঙ্গে একাধিক ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যাবে।