পেয়ারা পাতার এত গুণ, জানতেন?দাঁতের ব্যথা কমাতে পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন।ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ সহায়ক পেয়ারা পাতা।চুলকে ভাল রাখতে সাহায্য করে এই পেয়ারা গাছের পাতা।কিন্তু কাঁচা অবস্থায় এই পাতা খাবেন না।সামান্য সেদ্ধ করে ওই জলটা পান করুন।