থাইরয়েড, ডায়াবেটিসের মতই বাড়ছে ফ্যাটি লিভারের সমস্যা

তবে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যাই সবচাইতে বেশি

লিভারে কিছুটা পরিমাণ ফ্যাট থাকে। ফ্যাটের পরিমাণ বেড়ে গেলেই মূল সমস্যা দেখা দেয়

সব সময় ওষুধেই যে কাজ হয় এমন নয়, বরং মেনে চলুন কিছু নিয়ম

সুগার নিয়ন্ত্রণে রাখুন, কোনও রকম শর্করা খাবেন না

ওজন কমাতেই হবে। পেটে যেন কোনও ভাবেই মেদ না জমে

মদ্যপান থেকে দূরে থাকুন। ঘি-মাখন একেবারেই নয়