দুধ ফোটাতে গিয়ে উপচে পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়
এতে দুধ তো নষ্ট হয়ই তার সঙ্গে ওভেনের বারোটা বাজে
এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?
তার জন্য় রইল কিছু ঘরোয়া উপায়
দুধের সঙ্গে সামান্য় জল মেশালে আর উপচে পড়বে না
দুধের বাটির উপর একটি কাঠের হাতা রাখুন
দুধ জ্বাল দেওয়ার পাত্রে একটু মাখন মাখিয়ে নিন
দুধ উপচে ওঠার সমস্য সামান্য জল ছিটিয়ে দিন
দুধের পাত্রে একটু ঘি মাখিয়ে নিলেও কাজ হবে