কুড়মুড়ে করে ঝুরি-ঝুরি আলু ভাজার সহজ উপায়
বিয়ে বাড়ির মত কুড়মুড়ে করে ঝরঝরে আলু ভাজবেন কীভাবে, জানুন
বড় মাপের আলুর খোসা ছাড়িয়ে আলু তিনটে ভাল করে ধুয়ে নিন।
টিস্যু পেপারে করে আলুগুলিকে শুকিয়ে নিন। এবার গ্রেটারে করে ঝুরো ঝুরো করে কেটে নিন।
আলুগুলিকে ধুয়ে রাখুন। এরপর আবার টিস্যু পেপারে কয়েক মিনিট রেখে দিন।
তেল গরম হলে তাতে শুকনো লংকা, চিনে বাদাম ভাজা আর কারি পাতা দিন। কেটে রাখা আলুও দিয়ে দিন।