কাছের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর ঘাড়ে-গলায় ফুটে ওঠে লাভ বাইট। ভাল লাগলেও এই লাভ বাইট নিয়ে কর্মক্ষেত্রে বা বাড়ির সবার সামনে যাওয়া কঠিন।
লাভ বাইট ঢেকে ফেলতে আপনি তার উপর বরফ লাগাতে পারেন। মিনিট পনেরোর মধ্যেই উধাও হয়ে যায় ভালবাসার দাগ।
অ্যালোভেরার পাতা থেকে নির্যাস বের করে সেটা ফ্রিজে রাখুন। লাভ বাইটের উপর লাগাতে পারেন ফ্রোজেন অ্যালোভেরা।
২-৩ দিন টানা অ্যালোভেরা জেল লাগালেও মিলিয়ে যাবে লাভ বাইট।
আর যদি লাভ বাইট লুকাতে চান, সাহায্য নিন মেকআপের।
লাভ বাইটের উপর অল্প করে লাগিয়ে নিন কনসিলার। লুজ় পাউডার দিয়ে সেট করে নিলেই no চিন্তা।
কনসিলার লাগানোর আগে অবশ্যই প্রাইমার ব্যবহার করবেন। এতে সহজেই লুকিয়ে ফেলা যাবে লাভ বাইট।