অনেক সময় Gmail-এ এত বেশি ফাইল থাকে যে, একে একে মুছে ফেলা কঠিন হয়ে পড়ে।
এই ধরনের সমস্যা সমাধানের জন্য সংস্থা ফিল্টার অপশন চালু করেছে।
ইউজ়ারদের অবাঞ্ছিত মেল ডিলিট করার জন্য বারবার সময় ব্যয় করতে হবে না।
Gmail-এর ইনবক্সের উপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করতে হবে।
তারপর ড্রপ-ডাউন মেনু থেকে 'Settings' নির্বাচন করতে হবে।
এরপর 'Filter and Block Address' ট্যাবে ও 'Creat New Filter' অপশনে ক্লিক করুন।
তারপর একটি নতুন পপ আপ খুলবে, যার মধ্যে উপরে থাকা একটা ফর্ম ফিলআপ করুন।
সবশেষে ‘Creat Filter’ বাটনে ক্লিক করতে হবে।