নতুন বছর শুরু হবে রবিবার থেকে। তার আগের শনিবার কী কী উপায়ে দোষ কাটাবেন জানুন...
শনিদেবকে সন্তুষ্ট কপলে দোষ যেমন কেটে যায় তেমন অনেক ভাল কিছুও ঘটে।
শনিবার শনিদেবকে উত্সর্গ করা হয়। এ দিনে করা প্রতিকার ও পুজো মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।
এদিন পুজো এবং উপবাস করলে শনির দোষ দূর হয়।শনিদেবের কৃপায় ভক্তদের সমস্ত মনষ্কামনা পূরণ হয়।
তেল, লোহার পেরেক, কালো তিল, কালো কাপড়, কালো বিউলির ডাল শনিদেবের প্রতিমায় অর্পণ করুন।
শনিবার সন্ধ্যায় শনিদেবের সামনে সরষের তেলের প্রদীপ জ্বালান