পিরিয়ড হওয়ার ক'দিন আগে থেকেই মুখে ব্রণ হতে থাকে। একে প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম বলে।
এই পিরিয়ড অ্যাকনি নিয়ে বিরক্ত কিশোরী থেকে যুবতী সকলেই।
ব্রণর ব্যথা, লালচে ভাবের সঙ্গে ব্রণর দাগ সহজে পিছু ছাড়ে না। তাই পিরিয়ড শুরুর আগে থেকে যত্ন নিন।
প্রতিদিন ভাল করে মুখ পরিষ্কার করুন। যাতে পোর্সগুলো ভালভাবে পরিষ্কার হয়।
ত্বককে হাইড্রেটেড রাখুন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
এছাড়া আপনি এই সময় ব্রণর উপর নিম ও হলুদ বাটা লাগতে পারেন।
পিরিয়ড চলাকালীন কোনও নতুন প্রসাধনী পণ্য বা মেকআপ সামগ্রী ব্যবহার করবেন না।