কাজের চাপে আজকের এই বিশেষ দিনটি অনেকের কাছেই বাইরে গিয়ে সেলিব্রেট করার মত সুযোগ নেই। বরং অন্দরসজ্জায় সামান্য পরিবর্তন এনে প্রেমদিবসের উদযাপন হোক বাড়িতেই
বেডরুমে সুন্দর পর্দা, লাল কুশান আর বেলুন দিয়ে সাজিয়ে ফেলুন
সুন্দর করে আলো লাগান। অথবা মোমবাতির আলোয় সাজিয়ে নিন
এদিন ঘরে কিন্তু অবশ্যই ফুল রাখবেন। শুধু যে গোলাপ পাখবেন না নয়, অন্য পছন্দের ফুলও সাজিয়ে দিন ফুলদানিতে
প্রেম দিবসে বিশেষ খানা-পিনা তো থাকবেই। পছন্দের পানীয়, খাবার সুন্দর করে টেবিলে সাজান। ব্যবহার করুন চিনেমাটির বাসন। টেবিল ঢাকুন লাল কাপড়ে
এবার পছন্দের কোনও মিউজিক চালিয়ে একে অন্যের হাতে হাত রেখে উপভোগ করুন বিশেষ এই সন্ধ্যে। সুগন্ধী মোমবাতি হলে কিন্তু পরিবেশটা আরও মায়াবী হয়ে ওঠে