অনেকেই Paytm-এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়লেও কীভাবে রিমুভ করতে হয়, তা জানেন না।

সরাসরি ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টটি রিমুভ করতে গেলে অনেক বেশি সময় লাগতে পারে।

প্রথমেই Paytm ড্যাশবোর্ড খুললে অ্যাপের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোড অ্যাড্রেস পাবেন।

এরপর স্ক্রিনের উপরে ডানদিকে থাকা 3টি ডটে ক্লিক করুন।

তারপর ‘Deregister’ UPI প্রোফাইল অপশনে ক্লিক করলে একটি মেসেজ আসবে।

এবার আপনি UPI ID Deregister করতে পারবেন।

এই প্রক্রিয়ায় আপনি Paytm অ্যাপ থেকে নিজের UPI অ্যাকাউন্ট আনলিঙ্ক করতে পারবেন।