গরমে জলে বডি ওয়াশ গুলে তাতে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে রাখুন।

ফুট স্ক্রাব ব্যবহার করে ভাল করে পা এক্সফোলিয়েট করে নিন।

পায়ের পাতা থেকে মরা চামড়া দূর করতে পিউমিস পাথর ব্যবহার করুন।

যেসব অংশে ট্যান পড়েছে সেখানে চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘষুন।

ট্যান দূর করতে মাস্কও ব্যবহার করতে পারেন।

টক দই, মধু ও লেবুর রস মিশিয়ে মাস্ক বানিয়ে পায়ে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।

ইষদুষ্ণ দিয়ে পা পরিষ্কার করে নিন। তারপর পায়ে মালিশ করুন স্কিন হোয়াইটিং ক্রিম।

শেষে পায়ে লাগিয়ে নিন ফুট ক্রিম। এটি আপনার পায়ের আর্দ্রতা বজায় রাখবে।

আর অবশ্যই সানস্ক্রিন মাখবেন। এই ধাপগুলো সপ্তাহে ১ দিন মেনে চলুন।