ফেসিয়াল ম্যাসাজ করলে মুখের রক্ত সঞ্চালন উন্নত হয়।
ফেসিয়াল ম্যাসাজে ত্বকের প্রদাহ ও যাবতীয় সমস্যা কমে।
পাশাপাশি ফেসিয়াল ম্যাসাজে মুখ অনেক বেশি উজ্জ্বল দেখায়।
প্রথমে কপাল থেকে আঙুল ভুরু অবধি ম্যাসাজ করুন। ৪-৫ বার করুন।
কপাল থেকে শুরু করে থুতনি পর্যন্ত ৪-৫ বার ম্যাসাজ করুন।
ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ম্যাসাজ করবেন।
চোখ বন্ধ করে চোখের উপর হালকা চাপ দিন। আঙুলের সাহায্যে ২-৩ বার ঘুরিয়ে নিন।
শেষে কানের পিছনে ম্যাসাজ করুন। একইভাবে, ঘাড়ে ও গলায় ম্যাসাজ করুন।
ফেসিয়াল ম্যাসাজের সময় আলতো চাপ দেবেন। ভাল মানের ক্রিম বা তেল ব্যবহার করুন।