মুখটা ভাল করে পরিষ্কার নিন। প্রথমে ক্লিনজিং মিল্ক, তারপর ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।

কফির পাউডারে মধু মিশিয়ে ত্বকের উপর স্ক্রাব করুন। এতে মরা চামড়া উঠে যাবে।

তৃতীয় ধাপ স্টিম। গরম জল নিন, মাথার উপর একটা তোয়ালে চাপা দিয়ে ভাপ নিন।

এবার টোনার ব্যবহার করুন। তুলোর বলে টোনার নিয়ে মুখে বুলিয়ে নিন।

পছন্দের ফেসপ্যাক লাগিয়ে নিন মুখে। প্রাকৃতিক উপাদান দিয়েও ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন।

শেষে অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন। সকালে ক্লিনআপ করলে সানস্ক্রিন ব্যবহার করুন।

রাতে ক্লিনআপ করলে নাইটক্রিন ও আইক্রিম ব্যবহার করতে ভুলবেন না।