যাতায়াতের পথে একটি অতি প্রয়োজনীয় নথি হল ড্রাইভিং লাইসেন্স।

যাতায়াতের পথে একটি অতি প্রয়োজনীয় নথি হল ড্রাইভিং লাইসেন্স।

প্রয়োজনীয় নথি হাতছাড়া হলে ঠিক কেমন সমস্যা হয়, সেকথা সকলেরই জানা।

তাই আসল লাইসেন্স সঙ্গে না নিয়ে তার বদলে ই-ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিতে পারেন।

স্মার্টফোনে Digilocker অ্যাপ ইনস্টল করে তা ওপেন করুন।

Documents you might need বিভাগে গিয়ে ‘Driving Licence’ অপশনটি বেছে নিন।

তারপর Ministry of Road Transport and Highways’ সিলেক্ট করুন।

লাইসেন্স নম্বরটি লিখে ‘Get the Document’ ক্লিক করুন ও PDF আকারে লাইসেন্স সেভ করুন।