কারও IP অ্যাড্রেসের সাহায্যে তার লোকেশন ট্র্যাক করা যায়।

সহজভাবে বললে, একটি IP অ্যাড্রেস বাস্তবে একটি ডিভাইসের ঠিকানা।

আপনি সহজেই আপনার ডিভাইসের IP অ্যাড্রেস বের করতে পারেন।

আপনার ল্যাপটপ বা PC-র IP অ্যাড্রেস জানতে চাইলে Start মেনুতে যান।

তারপর সেটিংস, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, ওয়াই-ফাই অপশনে পরপর ক্লিক করুন।

এরপর যে Wi-Fi নেটওয়ার্ক PC-র সঙ্গে কানেক্টেড, সেটি সিলেক্ট করতে হবে।

সেখানে Properties অপশন থেকে IPv4 অ্যাড্রেসের কাছে IP অ্যাড্রেসটিও দেখতে পাবেন।