স্মার্টফোন আজ সকলের হাতে। বিলাসিতার থেকেও আজ তা অনেক বেশি প্রয়োজনের।

সেই স্মার্টফোনেই থাকে আমাদের অত্যন্ত জরুরি ছবি থেকে ডকুমেন্ট।

হালফিলের স্মার্টফোনগুলির হার্ডওয়্যার ঢেলে সাজানো হচ্ছে।

কিন্তু বিপুল পরিমাণ ইন্টার্নাল স্টোরেজ থাকার পরেও ফোন টইটম্বুর হয়ে যাচ্ছে।

ছবি বা ভিডিয়ো ডিলিট না করে স্টোরেজ খালি করতে ফোনের Google Files পরিষ্কার করুন।

গুগল ফটোজ়ে ছবি ও ভিডিয়োর ব্যাকআপ তৈরি করে নিন।

WhatsApp থেকে আগত সব মিডিয়া ডিলিট করে দিন।

যে সব অ্যাপ খুব একটা ব্যবহার করেন না, সেগুলি ডিলিট করে দিন।