PUC সার্টিফিকেট ছাড়া রাস্তায় গাড়ি চালানো বেআইনি।
যানবাহন থেকে বের হওয়া দূষণ পরীক্ষা করে তৈরি করা হয় PUC সার্টিফিকেট।
প্রথমে PUC-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করতে হবে।
গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বরের শেষ পাঁচ ক্যারেক্টার ও ক্যাপচা কোড পূরণ করুন।
নীচে দেওয়া PUC Detail-এ ক্লিক করুন, পরবর্তী পেজে PUC সার্টিফিকেট ওপেন হয়ে যাবে।
এটি ডাউনলোড করে আপনার ফোনে সেভ করতে হবে, প্রিন্ট আউটও বের করে নিন।
পলিউশন সার্টিফিকেট ডাউনলোড করার আগে লাস্ট ডেট অবশ্যই চেক করে নিন।