মাসের ৩-৪ দিন কমবেশি সব মহিলারই মাসিক হয়
অনেকেরই মাসিকের সময় তীব্র পেটে ব্যথা হয়
এই ক্র্যাম্পের অসহ্য ব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন? জানুন...
মাসিকের যন্ত্রণা প্রশমিত করতে, এটি অত্যন্ত উপকারী ঘরোয়া প্রতিকার হিসেবে পরিচিত, আদা গোলমরিচের চা
এছাড়া জিরার চা খেলেও উপকার পাবেন
মাসিকের ব্যথা থেকে মুক্তির অন্যতম সেরা উপায় হল গরম সেঁক
তলপেটে গরম সেঁক দিলে এটি জরায়ুর সংকোচনকারী পেশীগুলিকে শিথিল করে দেয়। ফলে ব্যথা কমে
তিলের তেল দিয়ে ম্যাসাজ করলেও আরাম মিলবে
মেথি বীজ মাসিকের যন্ত্রণা প্রশমিত করতে কিন্তু অত্যন্ত কার্যকর
১২ ঘন্টা পর্যন্ত মেথি বীজ জলে ভিজিয়ে রাখুন এবং তারপর সেই জল পান করুন, আর দেখুন জাদু