কমবেশি সব বাড়িতেই সারা মাসের চাল একসঙ্গে কিনে রাখা হয়

এর যেমন সুবিধা রয়েছে, তেমনই রয়েছে অসুবিধাও

কারণ মজুত করা চালে অনেকসময়ই পোকা ধরে যায়

এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

 চালের পাত্রে তেজপাতা বা নিমপাতা ফেলে রাখুন

 এছাড়া একইভাবে এক কোয়া রসুনও ফেলে রাখতে পাবেন কাজ হবে

মাঝে মধ্যে মজুত করা চাল রোদে দিন

গোলমরিচও চালের পোকা দূর করতে সাহায্য করে। এক মুঠো গোটা গোলমরিচ চালের পাত্রে ফেলে রাখুন

চালের মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে রাখতে পারেন, তাহলেই আর পোকা আসবে না।