গৃহস্থের জীবনে আরশোলার উপদ্রোব সর্বক্ষণ
পেস্ট কন্ট্রোল করিয়েও কাজ হচ্ছে না তো? ভরসা রাখুন এই সব ঘরোয়া টোটকায়
তেজপাতা গুঁড়ো করে ঘরের কোনায় ছড়িয়ে দিন
রান্নাঘরে ও অন্যান্য জায়গায় লবঙ্গ রাখুন। এই গন্ধে আরশোলা পালায়
জলে ভিনিগার মিশিয়ে ঘর মুছুন। এতে আরশোলা আসবে না ঘরে
এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কেরোসিন তেলও
এছাড়ও বেকিং সোডার মধ্যে মধু বা চিনি ছড়িয়ে রেখে দিন
মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে আরশোলা এতে এসে বেকিং সোডার প্রভাবে মারা যাবে