ব্রণ হলে বারবার মুখে হাত দেবেন না। ভুল করেও খুঁটে ফেলবেন না।

ব্রণ খুঁটে ফেললে দাগ হয়ে যায়। পাশাপাশি ত্বকে জ্বালাভাব দেখা যায়।

যদি ব্রণ ভুল করেও খুঁটে ফেললে বরফ লাগান। এতে ব্যথা ও জ্বালাভাব এড়ানো যাবে।

এছাড়া আপনি ব্রণর উপর অ্যালোভেরা জেল লাগাতে পারেন।

ব্রণর সমস্যা এড়াতেও উপযোগী অ্যালোভেরা জেল। এটি ব্রণর ফোলাভাব কমায়।

ব্রণ খুঁটে ফেললে ভুলেও হলুদ জাতীয় উপাদান ত্বকের উপর লাগাবেন না।

প্রয়োজনে আপনি ব্রণর উপর শসার রস লাগাতে পারেন। এতেও কুলিং এফেক্ট পাবেন।