বর্ষায় পড়তেই বেড়েছে কেন্নোর উপোদ্রব
ঘরে কোণে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে কেন্নো
এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?
বর্ষায় ঘর স্য়াঁতস্যাঁতে হয়ে যায়। ফলে এই ধরনের সমস্যা হয়
ঘরে রোদ ঢোকার ব্যবস্থা করুন
ঘরের কোণে বরিক অ্যাসিড ছড়িয়ে রাখুন
এসেনসিয়াল অয়েল ছড়িয়ে রাখলেও কাজ হবে
জানলার পাশে বা ঘরের কোণে ডায়াটোমেসিয়াস পাউডার ছড়িয়ে রাখুন
একইভাবে কেরোসিন তেল রাখলেও কাজ হবে