গরম পড়তেই বাড়ছে মশার উপদ্রব
মশা তাড়াতে রাসায়নিক ধোঁয়া বা স্প্রে ব্যবহার করেন অনেকেই
তবে এই ধরনের স্প্রে শরীরের জন্য মোটেই ভাল নয়
জানেন কি এই ধরনের রাসায়নিক ব্য়বহবার না করেও মশা তাড়ানো যায় ঘরোয়া উপায়ে?
বাড়িতে গাঁদা, তুলসী, লেমনগ্রাস জাতীয় গাছ লাগান। এতে মশা দূর হবে
লেবু কেটে তাতে লবঙ্গ দিয়ে ঘরের কোণায় রেখে দিন
রসুন ও লবঙ্গ গুড়ো জলে মিশিয়ে বোতলে ভরে স্প্রে করুন