ঘামাচি, র্যাশ কমানোর সবচেয়ে ভাল উপায় হল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
ত্বকের এই সমস্যায় ক্যালাইমিনো লোশন ব্যবহার করতে পারেন।
স্নানের জলে লেবুর রস কিংবা নিম পাতা মেশাতে পারেন, উপকার মিলবে।
সব সময় ঢিলেঢালা সুতির পোশাক পরুন।
লেবুর জল, ডাবের জলের মতো পানীয় বেশি করে খান।