দাড়ি কাটার পর জ্বালাভাব অনুভূত হওয়া সাধারণ ঘটনা
শুধু তাই-ই নয়, ত্বকে ফুসকুরিও দেখা দেয়
এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?
শেভ করার পর গালে মধু ঘষে নিন
একইভাবে ব্যবহার করতে পারেন নারকেল তেলও
টি-ব্যাগেও কাজ হবে
এছাড়া ব্য়বহার করতে পারেন অ্যালোভেরা জেল
হাতের কাছে টি ট্রি অয়েল থাকলেও লাগিয়ে নিতে পারেন
অ্যাপেল সাইডার ভিনিগারও জ্বালাভাব কমাতে সক্ষম