বর্ষায় জুতো ভিজে গেলে সেখান থেকে বেশি দুর্গন্ধ হয়

তাই বর্ষায় ওটারপ্রুফ জুতো পরুন। বাইরে থেকে এসে আগে জুতো ধুয়ে নিন

কভার শ্যু পরলে জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। পরদিন তা মুছে নিয়ে পরুন

মোজার মধ্যে একটু ছোট্ট জায়গা নিয়ে বেকিং পাউডার বেঁধে রাখুন। এতেও গন্ধ দূর হবে

বেবি পাউডারও ব্যবহার করতে পারেন। এতেও গন্ধ দূর হয় দ্রুত

জুতোর মধ্যে লবঙ্গ তেল ছড়িয়ে দিন। এতেও গন্ধ দূর হয়ে যায়

ঠাণ্ডা টি ব্যাগও জুতোর মধ্যে রেখে দিতে পারেন। এতে খুব তাড়াতাড়ি গন্ধ দূর হয়। দূর হয় ব্যাকটেরিয়াও