ওজন বাড়তে পায়ে নজরে আসছে স্ট্রেচ মার্কস। গর্ভাবস্থাতেও এই সমস্যা দেখা দেয়।
স্ট্রেচ মার্কস থেকে মুক্তি পেতে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন।
স্ট্রেচ মার্কসের উপর সরাসরি পাতিলেবুর রস ঘষে নিন।
পাতিলেবুর রসে ন্যাচরাল ব্লিচিং এজেন্ট রয়েছে, যা স্ট্রেচ মার্কস দূর করে।
পাতিলেবুর মতো আপনি আলু ব্যবহার করতে পারেন। আলুর পেস্ট বানিয়ে রস বের নিন।
এবার এই আলুর রস স্ট্রেচ মার্কসের উপর লাগান। এতেও ১ সপ্তাহে কাজ হবে।
এছাড়া আপনি প্রতিদিন স্ট্রেচ মার্কসের অলিভ অয়েল লাগাতে পারেন।