মাত্রা ছাড়িয়েছে গরম
আর এই গরমের সঙ্গে পাল্লা দিয়ে পুড়ছে ত্বক
সানস্ক্রিন ব্যবহার করেও কোনও কাজ হচ্ছে না
তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে যার দ্বারা দূর হবে সান ট্যান
রোদ থেকে ফিরে ত্বকে টকদই লাগান
এছাড়া ত্বকে টমেটো ঘষলেও কাজ হয়
মুলতানি মাটি লাগিয়ে কিছুক্ষণ লাগান। ট্যান দূর হয়
টক দইয়ের সঙ্গে লেবু মেশালে আরও ভাল ফল পাবেন