বৃষ্টির কারণে ছাদে বা বারান্দায় জামাকাপড় শুকনো করা যায় না।
ফলে ভিজে জামাকাপড়ের জন্য খুঁজে নিতে হয় ঘরের কোণ।
অন্যদিকে, ঘরে ভিজে জামাকাপড় শুকনো করতে দিতে স্যাঁতসেঁতে গন্ধে ভরে যায়।
পাশাপাশি বর্ষায় ঘরের ভিতরে আলো-বাতাস খেলতে পারে, এর জন্যও ভ্যাপসা গন্ধ ছাড়ে।
যে সময় বৃষ্টি হচ্ছে না তখন ঘরের জানলা, দরজা খুলে রাখতে পারেন।
সপ্তাহে একবার করে ঘরের জানলা-দরজার পর্দা কেচে নিন। এতে কেটে যাবে ঘরের গন্ধ।
ঘরের এই দুর্গন্ধ দূর করতে সুগন্ধি মোমবাতি জ্বালাতে পারেন ঘরে। ধুপও ব্যবহার করতে পারেন।