নখের হলেদেটে ভাব সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই নখের যত্ন নিন ঘরোয়া উপায়ে।
নখের হলেদেটে ভাব দূর করতে লেবুর রস দারুণ কার্যকর।
লেবুর রসে অ্যাসিডিক উপাদান রয়েছে, যা নখ সাদা করতে সাহায্য করে।
এক বাটি জলের মধ্যে লেবুর রস এবং ২ চামচ তরল সাবান মিশিয়ে দিন।
এবার এই মিশ্রণে কিছুক্ষণ আঙুলগুলো ডুবিয়ে রাখুন। তারপর হাত ধুয়ে নিন।
এছাড়া লেবু গোল করে কেটে নিয়ে নখের উপর ঘষতে পারেন। এতেও কাজ হবে।
নখে লেবুর রস ব্যবহারের পর অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন।