শ্যাম্পু করার এক ঘণ্টা আগে নারকেল তেল গরম করে স্ক্যাল্প ও চুলে ম্যাসাজ করুন।
এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করুন এবং কন্ডিশনার লাগান।
চুলটা শুকনো করে মুছে নিয়ে হিট-প্রোটেকট্যান্ট স্প্রে লাগান।
এরপর একটি গোল ব্রাশের সাহায্যে চুলটা ব্লো ড্রাই করে নিন।
শেষে সিরাম লাগিয়ে নিন, ব্যস পার্টির আগে তৈরি আপনার চুল।