পোশাক ধোয়ার আগে সমপরিমাণ লেবুর রস ও জল নিয়ে ঘষুন, দাগ উঠে যাবে।
গরম জলে কিছুটা খাবার লবণ মিশিয়ে স্পঞ্জ করলে দাগ দূরে যাবে।
জলে হাইড্রোজেন পারক্সাইড মেশান, তাতে জামাটা আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। সমস্যা সমাধান হয়ে যাবে।
দুটি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে গরম জলে মিশিয়ে পোশাকের উপর লাগান। এতে ঘামের দাগ দূর হবে।
ঘামের দাগ দূর করতে খাবার সোডাও দারুণ উপযোগী।