পেঁয়াজ, রসুন কাটার পরে হাত থেকে সহজে গন্ধ যায় না।

পেঁয়াজ-রসুনে উপাদানে সালফার থাকে।

তাই সাবান দিয়ে হাত ধুলেও পেঁয়াজ-রসুনের গন্ধ যায় না।

পেঁয়াজ-রসুন কাটার পর পাতি লেবুর রস হাতে মেখে নিন।

আপনি চাইলে লেবুর খোসাও হাতে খসে নিতে পারেন।

মিনিট ১৫ রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজ বা রসুন কাটার পর এই টোটকা মেনে চললে হাতে গন্ধ থাকবে না।