শুধু সুন্দর ত্বকই নয়, মেয়েদের চাহিদার তালিকায় রয়েছে সুন্দর নখও

কিন্তু ঠিক মতো নখ বাড়ে না অনেকেরই

 নয় বাড়ে না আর নয়তো ভেঙে যায়

এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে

 প্রতি দিন এক ফালি লেবুর টুকরোয় নারকেল তেল নিয়ে নখে ঘষতে পারেন

 এক্ষেত্রে অলিভ অয়েল কাজ করে ম্যাজিকের মতো

একটা পাত্রে লিভ অয়েল গরম করে নিয়ে নখে মালিশ করে নিন