বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব Youtube (Youtube)।

ভিডিয়োর হিস্ট্রি অনেকেই অন্যের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন না।

আপনি Youtube ব্যবহারের সময় এই বিষয়টি অভ্যাস করতে পারেন।

ভিডিয়োর হিস্ট্রি মুছে ফেলতে প্রথমে ইউটিউব অ্যাপটি খুলে সরাসরি যেতে হবে সেটিংসে।

‘ওয়াচ হিস্ট্রি’ অপশনটি খুঁজে বের করে তাতে ক্লিক করতে হবে আপনাকে।

এখানেই আপনি ওই তালিকা ডিলিট করার অপশন পাবেন।

হিস্ট্রি ডিলিট করলে আপনি আগে যা দেখেছেন, সেই ভিডিয়োর তালিকা অদৃশ্য হয়ে যাবে।