এয়ার কুলার ব্যবহার করার আসল নিয়ম অনেকেই জানেন না।

তাই বহুক্ষণ চালানোর পরেও ঘর ঠান্ডা হতে চায় না।

তাহলে উপায় কী যাতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়?

ঘরের জানালা-দরজা খোলা থাকা প্রয়োজন।

ঘর বন্ধ থাকলে শুধুমাত্র ফ্যান মোডেই চালান।

সময় মতো জল পাল্টাতে হবে, পারলে ঠান্ডা জল ব্যবহার করুন।

ঘরের এয়ার কুলারে সরাসরি রোদ লাগতে দেবেন না।