পৌরাণিক বিশ্বাস, কার্তিক মাসে শ্রীহরি মত্‍স অবতারের বাস। তাই ভুলেও মাছ ও তামসিক জিনিস খাওয়া উচিত নয়।

এই মাসে শিশুরা যাতে দই খাওয়া থেকে বিরত থাকে, তা নজরে রাখবেন।

রান্নায় জিরা ব্যবহার করা উচিত নয়। খেলেই অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মাসে যে শস্যগুলিকে মাঝখান থেকে দুভাগ করা যাবে, সেগুলি খাওয়া উচিত নয়। বেগুন, মুসুরডার, মটর, মুগ খাবেন না।

এই মাসে করলা খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে মনে করা হয়।