এই গরমে সিলিং ফ্যানের গুরুত্ব কতটা, তা আলাদা করে বলে দিতে হয় না।
তবে অনেক সময়ই কেনার কয়েকদিনের মধ্যেই সিলিং ফ্যান নষ্ট হয়ে যেতে দেখা যায়।
প্রথমেই নজর দেওয়া উচিত মেঝে থেকে সিলিং ফ্যানের দূরত্বের উপরে।
ত্রুটিহীন ফিটিংয়ের জন্য পেশাদার ইলেকট্রিশিয়ান ডেকে সিলিং ফ্যান ইনস্টল করাবেন।
ঘরের সিলিং অনেক উঁচু হলে ঘরে ডাউনরড সিলিং ফ্যান লাগানো উচিত।
সিলিং 8 ফিটের থেকেও কম হলে সেসব ঘরে লো-প্রোফাইল সিলিং ফ্যান লাগানো যাবে।
পাখা ঘোরার ক্ষেত্রে বাধা কাটাতে ফ্যানের ইন্টার্নাল এবং এক্সটার্নাল অংশ পরিষ্কার রাখুন।