গরমে মেকআপ গলে যাওয়া একটা সাধারণ সমস্যা
এই ভয়ে অনেকেই মেকআপ করতেই ভয় পান
তবে উপায় রয়েছে, এইভাবে মেকআপ করলে গলে যাওয়ার ভয় নেই
প্রি-মেকআপের দিকে সবার আগে নজর দিতে হবে
মেকআপের আগে মুখে বরফ লাগিয়ে নিন
এরপর টোনার লাগান
হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
তারপর মুখে মেকআপ করুন। তাহলেই আর গলবে না