কর্মব্যস্ত জীবনে একদিন মশলা বেটে ফ্রিজে ভরে রাখার চল
তবে এর যেমন সুবিধা রয়েছে তেমনই রয়েছে অসুবিধাও
কারণ অনেকসময় এই বাটা মশলায় গন্ধ হয়ে যায়
এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?
জল ছাড়া মশলা বাটার চেষ্টা করুন
মশলার সঙ্গে কয়েক ফোঁটা ভিনিগার মেশা ন। দীর্ঘদিন ভাল থাকবে মশলা
একটা শুকনো লঙ্কা ফেলে রাখুন বাটা মশলার মধ্য়ে
আর বায়ুরোধী কৌটোতে ভরে তবেই ফ্রিজে রাখুন