এই গরমে এসি, কুলার ছাড়া থাকাই দায় হয়ে উঠেছে।
এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার চেষ্টা করুন। মেনে চলুন সহজ টিপস।
সকালে রোদের তেজ যখন বেশি থাকে, তখন জানলা-দরজা বন্ধ রাখুন।
ঘরে রোদ আটকানোর জন্য ভারী পর্দা ব্যবহার করুন।
গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন। শৌখিন মাদুরের পর্দাও ব্যবহার করতে পারেন।
বিকেলের পর থেকে বাইরের তাপমাত্রা কমতে থাকে। তখন জানলা-দরজা খুলে রাখুন।
অপরিষ্কার হয়ে থাকলে পাখা ঘুরলেও কাজ হয় না। তাই নিয়মিত পাখা পরিষ্কার করুন।